ব্যবহার সমূহ:

সিওপিডি এবং হাপানি রোগের প্রতিরোধক ও প্রতিষেধক ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।

আমি কি ভাবে এটা গ্রহণ করবো?

এ জাতিয় ওষুধ মুখে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে, ১ গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া বা ভেঙ্গে বা গুড়া করে খাওয়া যাবেনা।

ডোজ:

প্রাপ্তবয়স্কদের: 400 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন দুই বা তিনবার বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। বয়স্ক: 200 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন দুই বা তিনবার সর্বোচ্চ দৈনিক ডোজ: 1,200 মিলিগ্রাম 12 বছরের কম: দৈনিক দুইবার 6-9 মিগ্রা/কেজি শরীরের ওজন। বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।

যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

যে সব রোগীদের এই ওষুধের প্রতি এলার্জি থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না। পেপটিক আলসার এবং তীব্র খিঁচুনীতে পরিহার করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া:

সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে. যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ পাকস্থলীর অস্বাচ্ছন্দবোধ, বমি, বমি ভাব, অধিক হৃদস্পন্দন, খিঁচুনি, মাথা ব্যথা, অনিদ্রা ইত্যাদি দেখা দিতে পারে।

সতর্কতা ও সতর্কবাণী:

শিশুদের ক্ষেত্রে মাত্রা নির্ধারণ ও পর্যবেক্ষণে সতর্ক থাকা উচিত। যাদের মৃগী রোগ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, বৃক্ক, অথবা যকৃতের অক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

ওভারডোজ:

আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যধিক পরিমানে ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাঁসপাতালে যোগাযোগ করুন। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে, রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ল্যাভেজের মাধ্যমে পেট খালি করা হয়। রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত (ইসিজি পর্যবেক্ষণ সহ) এবং লক্ষণমূলক এবং সহায়ক চিকিৎসা দেওয়া উচিত।

গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে ব্যবহার:

গর্ভাবস্থায় এর নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি। ইহা মাতৃ দুগ্ধের সাথে নিঃসৃত হয়। কাজেই মায়ের সেরাম মাত্রা টক্সিক পর্যায়ে হলে, নব জাতকের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

প্যাক সাইজ & প্রতি পিসের দাম:

প্যাক সাইজ : 50's Pack প্রতি পিসের দাম : ৬.০০ টাকা

Read More

Tufnil          Fenadin         Maxpro
Alatrol        Algin        

Post a Comment

Previous Post Next Post