ব্যবহার সমূহ:
এলারজি জনিত নাকের সংক্রমণে নির্দেশিত। এটি এ্যালার্জেন-এর ফলে সৃষ্ট হাঁপানি কমাতে সাহায্য করে।
আমি কি ভাবে এটা গ্রহণ করবো?
এ জাতিয় ওষুধ মুখে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে, ১ গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া বা ভেঙ্গে বা গুড়া করে খাওয়া যাবেনা।
ডোজ:
৬ বছর বা এর বেশী বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে:
ট্যাবলেট: দৈনিক ১টি ট্যাবলেট।
সিরাপ: ২ চা চামচ প্রতিদিন একবার ।অথবা ১ চা চামচ প্রতিদিন দুই বার।
২-৬ বৎসরের বাচ্চাদের : সিরাপঃ এক চা চামচ প্রতিদিন। অথবা ১/২ চা চামচ প্রতিদিন দুই বার।
৬ মাস-২ বছরের নীচে বাচ্চাদেরঃ সিরাপ: ১/২ চা চামচ প্রতিদিন। ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১/২ চা চামচ করে প্রতি ১২ ঘন্টা অন্তর দেয়া যেতে পারে।
পেডিয়াট্রিক ড্রপস্: ১ মি.লি. করে দিনে একবার। ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১ মি.লি. করে প্রতি ১২ ঘন্টা অন্তর দেয়া যেতে পারে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
যে সব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া:
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে. যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ
ঝিঁমুনি, ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, মানসিক অস্বস্তি, ক্লান্তি, অনিদ্রা, ইউরিনারী রিটেনসন, মুখ শুষ্কতা, ঝাঁপসা দৃষ্টি, গলা ব্যথা, পেটের গন্ডগোল, পেট ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে।
সতর্কতা ও সতর্কবাণী:
গাড়ী ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সেটিরিজিন গ্রহন এর পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট ওষুধ গ্রহন থেকে বিরত থাকা উচিত।
ওভারডোজ:
আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যধিক পরিমানে ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাঁসপাতালে যোগাযোগ করুন।
অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে, রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ল্যাভেজের মাধ্যমে পেট খালি করা হয়। রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত (ইসিজি পর্যবেক্ষণ সহ) এবং লক্ষণমূলক এবং সহায়ক চিকিৎসা দেওয়া উচিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে ব্যবহার:
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা না থাকলে সেটিরিজিন গ্রহণ করা উচিত নয়।
সেটিরিজিন মায়ের দুধের সাথে নিঃসৃত হয়। তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়।
প্যাক সাইজ & প্রতি পিসের দাম:
প্যাক সাইজ : 150's Pack
প্রতি পিসের দাম : ৩.০১ টাকা
Post a Comment