ব্যবহার সমূহ:
ইহা পরিপাকতন্ত্র, বিলিয়ারী সিস্টেম, জরায়ু ও মূত্রথলীর পেশীর সংকোচনকে শিথিল করে। ইহা গ্যাস্ট্রোএন্ট্রাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিলিয়ারী কলিক, পিত্ত থলি, মুত্র থলি ও অন্ত্রের প্রদাহ এবং স্পাজমোডিক ডিসমেনোরিয়াতে নির্দেশিত।
আমি কি ভাবে এটা গ্রহণ করবো?
এ জাতিয় ওষুধ মুখে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে, ১ গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া বা ভেঙ্গে বা গুড়া করে খাওয়া যাবেনা।
ডোজ:
ট্যাবলেট: টাইমোনিয়াম মিথাইল সালফেটের স্বাভাবিক ডোজ দৈনিক 2 থেকে 6 টি ট্যাবলেট (100-300 মিলিগ্রাম) প্রয়োজন অনুযায়ী বিভক্ত মাত্রায়। ইনজেকশন: ধীর IV/IM ইনজেকশন দ্বারা 1 ampoule দৈনিক 3 বার।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।।
যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে এবং যে সকল রোগীর সেইসাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের প্রোষ্টেট অথবা মুত্রথলিতে অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া:
স্বভাবত খুবই অল্প পরিমান পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়।
সতর্কতা ও সতর্কবাণী:
যাদের ডায়াবেটিস, গ্লুকোমা, হৃদরোগ, প্রস্টেট, থাইরয়েড, বৃক্ক, অথবা যকৃতের অক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
ওভারডোজ:
আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যধিক পরিমানে ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাঁসপাতালে যোগাযোগ করুন।
অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে, রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ল্যাভেজের মাধ্যমে পেট খালি করা হয়। রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত (ইসিজি পর্যবেক্ষণ সহ) এবং লক্ষণমূলক এবং সহায়ক চিকিৎসা দেওয়া উচিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে ব্যবহার:
ভ্রুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।
দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার: ভ্রুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।
প্যাক সাইজ & প্রতি পিসের দাম:
প্যাক সাইজ : 100's pack
প্রতি পিসের দাম : ৮.০০ টাকা